সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন

সংবাদ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিট।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত কারখানার একটি সাইলোতে হঠাৎ বিকট শব্দের পর আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের আরও কয়েকটি সাইলোতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী কর্মচারী সজল সরকার জানান, “প্রথমে সিড ক্যারেসিন সাইলোতে আগুন লাগে, পরে তা দ্রুত অন্যান্য সাইলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, সংবাদ সংগ্রহে কারখানায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

কোন মন্তব্য নেই