আজ ঘোষণা আসছে বিএসআরএম, মুন্নু এগ্রোসহ চার কোম্পানির ডিভিডেন্ড
![]() |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
আজ ঘোষণা আসছে বিএসআরএম, মুন্নু এগ্রোসহ চার কোম্পানির ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি শীর্ষ কোম্পানি আজ শনিবার (১৮ অক্টোবর) তাদের বার্ষিক ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভায় বসছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, এই সভাগুলো থেকেই আসতে পারে নতুন আর্থিক বছরের ডিভিডেন্ড ঘোষণা।
যে চারটি কোম্পানি আজ ডিভিডেন্ড ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো— বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, আনলিমা ইয়ার্ন, এবং মুন্নু এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লাভাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করবে।
বোর্ড সভার সময়সূচি অনুযায়ী—
-
আনলিমা ইয়ার্ন: দুপুর ১২টা
-
বিএসআরএম স্টিল: বিকেল ৪টা
-
মুন্নু এগ্রো ইন্ডাষ্ট্রিজ: বিকেল সাড়ে ৪টা
-
বিএসআরএম লিমিটেড: বিকেল ৫টা
গত অর্থবছরে, অর্থাৎ ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে, বিএসআরএম লিমিটেড ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বিএসআরএম স্টিল ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
অন্যদিকে, মুন্নু এগ্রো ইন্ডাষ্ট্রিজ দিয়েছিল ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড, আর আনলিমা ইয়ার্ন কোনো ডিভিডেন্ড দেয়নি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ বছর ইস্পাত ও কৃষি খাতের আর্থিক পারফরম্যান্স কিছুটা ইতিবাচক থাকায় বিনিয়োগকারীরা ভালো রিটার্নের প্রত্যাশা করছেন।।
কোন মন্তব্য নেই