জুলাই সনদে এনসিপির অংশগ্রহণের সুযোগ এখনো খোলা: ধর্ম উপদেষ্টা ড. খালিদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুলাই সনদে এনসিপির অংশগ্রহণের সুযোগ এখনো খোলা: ধর্ম উপদেষ্টা ড. খালিদ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাই সনদে এনসিপির অংশগ্রহণের সুযোগ এখনো খোলা: ধর্ম উপদেষ্টা ড. খালিদ


নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিলেও, ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জন্য অংশগ্রহণের সুযোগ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির কিছু যৌক্তিক দাবি রয়েছে, যেগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চাই।”

‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারাজীবন শিক্ষকতা করেছি—ঢাকা বা চট্টগ্রামে আমার কোনো বাড়ি নেই, বিদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা দায়িত্ব নিয়েছি দেশের জনগণের সেবার জন্য।”

তিনি আরও বলেন, “যখন আমরা দায়িত্ব নিই, তখন দেশ ছিল জটিল ও অনিশ্চিত পরিস্থিতিতে। অর্থনীতি ও আইনশৃঙ্খলা—সব কিছুই অস্থির ছিল। গত ১৫ মাসে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক কিছুই স্থিতিশীল করেছি।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চাই।”

অনুষ্ঠানে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই