বস্ত্র খাতে বিনিয়োগের জোয়ার: আট কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বস্ত্র খাতে বিনিয়োগের জোয়ার: আট কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বস্ত্র খাতে বিনিয়োগের জোয়ার: আট কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ

সংবাদ:
নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৮টি কোম্পানিতে সেপ্টেম্বর মাসে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই কোম্পানিগুলোর শেয়ারে ০.১০ শতাংশের বেশি প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে।

যে কোম্পানিগুলোর শেয়ারে এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে, সেগুলো হলো—
আলহাজ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, আরগন ডেনিমস, ফারইস্ট নিটিং, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল

🔹 আলহাজ টেক্সটাইল

আগস্টে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ১৩.৩২%, যা সেপ্টেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬৩%। কোম্পানির পরিশোধিত মূলধন ২২.২৯ কোটি টাকা।

🔹 অলটেক্স ইন্ডাস্ট্রিজ

অলটেক্সের প্রাতিষ্ঠানিক শেয়ার আগস্টের ৮.৫৫% থেকে বেড়ে হয়েছে ১০.৬৪%। কোম্পানির মূলধন ৫৫.৯৬ কোটি টাকা।

🔹 এপেক্স স্পিনিং

এপেক্স স্পিনিংয়ে প্রাতিষ্ঠানিক শেয়ার আগস্টের ১৫.২৮% থেকে বেড়ে ১৭.৬৫% হয়েছে।

🔹 আরগন ডেনিমস

আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৫.৭৩%, যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৯৬%

🔹 ফারইস্ট নিটিং

এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শেয়ার আগস্টের ৭.৫৮% থেকে বেড়ে ৭.৮৯% হয়েছে।

🔹 রহিম টেক্সটাইল

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টের ৮.০৬% থেকে বেড়ে ৮.৩৪% হয়েছে।

🔹 সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সর্বাধিক বৃদ্ধির রেকর্ড করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আগস্টের ১৪.৯২% থেকে সেপ্টেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ২৩.০৬%

🔹 তমিজউদ্দিন টেক্সটাইল

আগস্টে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল ১.১৪%, যা বেড়ে হয়েছে ১.৩৬%

ডিএসইর বিশ্লেষকরা বলছেন, বস্ত্র খাতের এই বিনিয়োগ বৃদ্ধি সামগ্রিকভাবে বাজারে প্রাতিষ্ঠানিক আস্থার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রপ্তানি সম্ভাবনা, মুদ্রা স্থিতিশীলতা ও নতুন বিনিয়োগ নীতিমালা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।

কোন মন্তব্য নেই