ইউরোপে বাড়ছে মুখ ঢেকে রাখায় নিষেধাজ্ঞা: পর্তুগালও যোগ দিল তালিকায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপে বাড়ছে মুখ ঢেকে রাখায় নিষেধাজ্ঞা: পর্তুগালও যোগ দিল তালিকায়

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইউরোপে বাড়ছে মুখ ঢেকে রাখায় নিষেধাজ্ঞা: পর্তুগালও যোগ দিল তালিকায়

সংবাদ:
অন্য দুনিয়া ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখাকে ‘সামাজিকভাবে অগ্রহণযোগ্য’ মনে করা হয়। বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের পর এবার পর্তুগালও যোগ দিয়েছে সেই তালিকায়।

সম্প্রতি দেশটির সরকার নতুন আইন পাস করেছে, যাতে বলা হয়েছে —

“কোনো ব্যক্তি জনসমাগমপূর্ণ স্থানে এমন কোনো পোশাক বা বস্তু পরিধান করতে পারবেন না যা মুখমণ্ডল ঢেকে রাখে।”

এই আইন লঙ্ঘন করলে দিতে হবে ২০০ ইউরো (প্রায় ২৮ হাজার ৪৭৬ টাকা) থেকে ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ ৬৯ হাজার ৫২০ টাকা) পর্যন্ত জরিমানা।

পর্তুগালের কট্টর ডানপন্থি চেগা পার্টি এই আইন প্রণয়নের পক্ষে দৃঢ় অবস্থান নেয়। দলটির নেতারা বলেন,

“পর্তুগালের সামাজিক রীতিনীতিতে মুখ উন্মুক্ত রাখা শ্রদ্ধার প্রতীক। অভিবাসী বা নাগরিকত্ব প্রত্যাশীদের এই সংস্কৃতির প্রতি সম্মান দেখানো উচিত।”

🔹 ইউরোপের যেসব দেশে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ

  • বেলজিয়াম: ২০১০ সালে

  • ফ্রান্স: ২০১৬ সালে

  • নেদারল্যান্ডস: ২০১২ সালে

  • বুলগেরিয়া: ২০১৬ সালে

  • অস্ট্রিয়া: ২০১৭ সালে

  • সুইজারল্যান্ড: ২০২৫ সালের জানুয়ারিতে

  • পর্তুগাল: ২০২৫ সালের অক্টোবর থেকে

বিশ্লেষকদের মতে, এই আইনগুলো মূলত ধর্মীয় পোশাক, বিশেষ করে নিকাব ও বোরকা পরিধানের ওপরও প্রভাব ফেলছে, যা ইউরোপে মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অধিকারের নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই