২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: নিশ্চিত করলেন ইসি আনোয়ারুল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: নিশ্চিত করলেন ইসি আনোয়ারুল
সংবাদ:
সুনামগঞ্জ প্রতিনিধি: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এফআইবিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কর্মশালার বিষয় ছিল— ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।’
ইসি আনোয়ারুল বলেন,
“নির্বাচন আয়োজনে সরকারের সব অঙ্গসংস্থা কাজ শুরু করেছে। পুলিশ ইতোমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে, বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।”
তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন,
“নির্বাচনে দায়িত্ব পালনে সাহস ও প্রতিশ্রুতি থাকতে হবে। সবাই নিরপেক্ষ থাকবেন, নিরাপত্তার দায়িত্ব কমিশন নিচ্ছে। একটি ভোটকেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রিজাইডিং অফিসার—তাকে আইন জানতে হবে এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সবার সমন্বয় করতে হবে।”
নির্বাচন কমিশনার বলেন,
“এই কমিশন আগের মতো নয়; আমরা যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও যোগ করেন,
“সুনামগঞ্জ হাওরাঞ্চলে অনেক দুর্গম ভোটকেন্দ্র আছে। সেখানে অতিরিক্ত বরাদ্দের সুপারিশ করা হবে। এ নির্বাচনের দিকে বিশ্বের নজর রয়েছে—আমরা কোনোভাবেই এটিকে কলুষিত হতে দেব না।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।
কোন মন্তব্য নেই