রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি একটি হত্যাকাণ্ড। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের দাবি, নিহত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। তাদের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

ওসি মনিরুল ইসলাম বলেন,

“তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই