🇺🇸 টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই হোয়াইট হাউজ থেকে ফিরলেন জেলেনস্কি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

🇺🇸 টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই হোয়াইট হাউজ থেকে ফিরলেন জেলেনস্কি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

🇺🇸 টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই হোয়াইট হাউজ থেকে ফিরলেন জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার আশায় হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তবে ট্রাম্প ওই ক্ষেপণাস্ত্র সরবরাহে কোনো প্রতিশ্রুতি দেননি। ফলে জেলেনস্কি হোয়াইট হাউজ থেকে ‘খালি হাতেই’ ফিরেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বর্তমানে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পরিবর্তে যুদ্ধ শেষ করার উদ্যোগে বেশি আগ্রহী।

দ্বিপাক্ষিক বৈঠকের পর জেলেনস্কি জানান, তিনি ও ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলেছেন, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না, তাই বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কিয়েভ ও মস্কোকে যুদ্ধবিরতির আহ্বান জানান।

এর আগে, ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন এবং শিগগিরই হাঙ্গেরিতে মুখোমুখি বৈঠকে বসার বিষয়ে সম্মত হন। এই ফোনালাপের একদিন পরই জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হয়।

জেলেনস্কির মতে, রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে পুতিনের যুদ্ধ অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। তবে ট্রাম্প বলেন,

“আশা করি ইউক্রেনের এই ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না। আমরা টমাহক ছাড়াই যুদ্ধ শেষ করতে পারব।”

বৈঠকে জেলেনস্কি গাজা শান্তি চুক্তিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধেও একই গতিতে কাজ করবেন।

ইউক্রেনে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ জেলেনস্কি লেখেন,

“আমাদের প্রধান অগ্রাধিকার এখন যতটা সম্ভব জীবন রক্ষা করা, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপকে আরও শক্তিশালী করা।”

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউক্রেন বিষয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কোন মন্তব্য নেই