🇷🇺 ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি: আরও তিন গ্রাম দখলের দাবি মস্কোর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

🇷🇺 ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি: আরও তিন গ্রাম দখলের দাবি মস্কোর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

🇷🇺 ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি: আরও তিন গ্রাম দখলের দাবি মস্কোর

সংবাদ:
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, তাদের সৈন্যরা দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া গ্রাম এবং উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের পিশচান ও টাইখে গ্রাম দখল করেছে। এ তিনটি গ্রামই রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিভিলিয়ায় কয়েক সপ্তাহ ধরে অবস্থান তৈরি করছিল রুশ বাহিনী, অবশেষে সেটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে, কার্যত ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরের নিকটবর্তী পিশচান ও টাইখে গ্রামেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে দুটি এলাকায় তীব্র লড়াই চলছে, তবে রাশিয়ার দাবি করা গ্রামগুলো হারানোর বিষয়টি তারা এখনও নিশ্চিত করেনি।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, রুশ বাহিনী পিশচান এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাতটি আক্রমণের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে।

খারকিভ আঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার জানান, সীমান্তের কাছে অন্তত ১৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে টাইখে গ্রামও রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, মস্কোর সেনারা এখন পুরো ফ্রন্টলাইনে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।

সূত্র: রয়টার্স, মস্কো টাইমস

কোন মন্তব্য নেই