গর্ভে সাত মাসের সন্তান নিয়ে ১০ কিলোমিটার দৌড়ে নজির গড়লেন অ্যাথলেট

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গর্ভে সাত মাসের সন্তান নিয়ে ১০ কিলোমিটার দৌড়ে নজির গড়লেন অ্যাথলেট
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
গর্ভে সাত মাসের সন্তান নিয়েও ১০ কিলোমিটার দৌড় শেষ করে নজির গড়েছেন ভেনেজুয়েলার অ্যাথলেট হোসেলিন ব্রেয়া। রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ‘কারাকাস রক’ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন।
৩১ বছর বয়সী এই অ্যাথলেট প্রতি কিলোমিটারে গড়ে ৪ মিনিট ৩ সেকেন্ডের গতি ধরে রেখেছিলেন। দৌড় শুরু হয় প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে এবং শেষ হয় আভেনিদা লাস মার্সিডিজ এলাকায়। দৌড় শেষে হাসিমুখে ফিনিশ লাইন অতিক্রম করলে সহ–অ্যাথলেট ও দর্শকরা তাকে করতালিতে অভিনন্দন জানান।
হোসেলিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মূলত আনন্দের জন্যই দৌড়েছিলাম। কারণ কারাকাস রক আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি। আমার বোনও এতে অংশ নিয়েছিল, তাই আমি ধীরে ও সতর্কভাবে দৌড়াতে চেয়েছিলাম। কিন্তু মানুষের এত ভালোবাসা পাব, ভাবিনি।’
প্রতিযোগিতার নারী বিভাগে তিনি ১২তম হলেও তার পরিবারে এসেছে সোনার পদক। ছোট বোন এদিমার ব্রেয়া নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, যার সময় লেগেছে ৩৪ মিনিট ৩ সেকেন্ড।
হোসেলিনের ব্যক্তিগত সেরা টাইমিং ১০ কিলোমিটারে ৩২ মিনিট ৫ সেকেন্ড। আর ২০২৩ সালে ৫ কিলোমিটার দৌড়ে ১৪ মিনিট ৩৬ দশমিক ৫৯ সেকেন্ডে শেষ করে স্পেনের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন তিনি, যদিও তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি।
এই দৌড়ে অংশ নিয়ে হোসেলিন আবারও প্রমাণ করেছেন, দৃঢ় মানসিকতা ও খেলাধুলার প্রতি ভালোবাসা থাকলে মাতৃত্বও বাধা নয় বরং অনুপ্রেরণার উৎস।
কোন মন্তব্য নেই