থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, সকাল ১১:০৯

থাইল্যান্ডের সাবেক রানি এবং বর্তমান রাজা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত আর নেই। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২১ মিনিটে রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। খবর দিয়েছে থাই রয়েল হাউসহোল্ড ব্যুরো।

রানি সিরিকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে, এবং থাই রাজপরিবারসহ পুরো দেশজুড়ে এক বছরের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১২ সালে স্ট্রোকের পর থেকে খুব কমই জনসমক্ষে আসতেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১৭ অক্টোবর রক্তে সংক্রমণ ধরা পড়ার পর নিবিড় পরিচর্যায় রাখা হয়, তবে অবস্থার অবনতি ঘটতে থাকে।

তার মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল গভীর শোক প্রকাশ করেছেন এবং আসিয়ান সম্মেলনে যোগদানের মালয়েশিয়া সফর বাতিল করেছেন।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের মানুষের কাছে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। তার জন্মদিন ১২ আগস্ট দেশটিতে ‘মাদার্স ডে’ হিসেবে পালন করা হয়। তিনি ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী, যিনি ছয় দশকেরও বেশি সময় রাজত্বের পর ২০১৬ সালে মারা যান।

রানি সিরিকিতের প্রয়াণে থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোকবার্তা পাঠিয়েছেন।

কোন মন্তব্য নেই