স্বর্ণের দামে রেকর্ড উত্থান: ১৯৭০-এর দশকের ইতিহাস যেন ফিরছে বিশ্ববাজারে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্বর্ণের দামে রেকর্ড উত্থান: ১৯৭০-এর দশকের ইতিহাস যেন ফিরছে বিশ্ববাজারে
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
ছবি: রয়টার্স
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উত্থান দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল জল্পনাভিত্তিক নয়; বরং প্রকৃত চাহিদা ও মৌলিক অর্থনৈতিক ভিত্তির প্রতিফলন। অনেক বিশ্লেষকই বলছেন, বর্তমান স্বর্ণবাজারের এই উত্থান ১৯৭০-এর দশকের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৫ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বৃদ্ধি হতে পারে। ব্যাংকটির রিসার্চ অ্যানালিস্ট লিনা থমাস বলেন, “এই উত্থান কোনো জল্পনার ফল নয়; এটি কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয় এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর ফলে বিনিয়োগকারীদের আস্থার ফলাফল।”
কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের ভূমিকা
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে, একই সঙ্গে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণে ঝুঁকছেন। অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে।
গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪,৯০০ ডলারে পৌঁছাতে পারে। স্বর্ণভিত্তিক ইটিএফে প্রবল প্রবাহ ও কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় চাহিদাকে এ পূর্বাভাসের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
১৯৭০-এর দশকের সঙ্গে মিল
১৯৭০-এর দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিকসন যখন ব্রেটন উডস মুদ্রা বিনিময় ব্যবস্থা বাতিল করেন, তখন স্বর্ণের দামে ব্যাপক উত্থান ঘটে। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট ও স্নায়ুযুদ্ধের অস্থিতিশীলতা সেই সময় স্বর্ণবাজারে তীব্র প্রভাব ফেলেছিল।
অর্থনীতিবিদ রে ডালিও সম্প্রতি এক সম্মেলনে বলেন, “বর্তমান স্বর্ণের দামের উত্থান ও শেয়ারবাজারের প্রবৃদ্ধি অনেকটা ১৯৭০-এর দশকের মতো।” একই মত দেন জেপি মরগ্যান চেজের সিইও জেমি ডাইমন, যিনি মনে করেন “এখন স্বর্ণে বিনিয়োগ করা আংশিকভাবে যৌক্তিক।”
ভবিষ্যৎ পূর্বাভাস
এইচএসবিসি ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি ৩,৩৫৫ ডলার এবং ২০২৬ সালে তা বেড়ে ৩,৯৫০ ডলার পর্যন্ত হতে পারে। প্রতিষ্ঠানটি মনে করছে, সরকারি ক্রয় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ধারাবাহিকতা মূল্যবান এই ধাতুর দাম আরও বাড়াবে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা যত বাড়বে, নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা ততই বাড়বে। আর তাতে ১৯৭০-এর মতোই ইতিহাস হয়তো আবারও ফিরে আসবে।
কোন মন্তব্য নেই