পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছুরিকাঘাতে হত্যার সন্দেহ, তদন্তে পুলিশ
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জুবায়েদ হোসেন (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন বলেন, “ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ ধারণা করছে, এটি ছুরিকাঘাতের ঘটনা হতে পারে। আমরা পুলিশকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার অনুরোধ জানিয়েছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই