মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩%, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩%, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩%, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
📍ঢাকা | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৪৩

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির মোট ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী অংশ নেয় এবং পাসের হার দাঁড়ায় ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ৭৯১ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


📊 বিভাগভিত্তিক ফলাফল

বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২,৩৭৩ জন; পাস করে ২,৩৭০ জন। পাসের হার ৯৯.৮৭%। এ বিভাগে ৭৪৮ জন জিপিএ–৫ পেয়েছে।

  • ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ৩০৫ জন; পাসের হার ১০০% এবং ২৩ জন জিপিএ–৫ পেয়েছে।

  • মানবিক বিভাগে অংশ নেয় ৩০৩ জন; পাস করে ৩০১ জন, পাসের হার ৯৯.৩৪%। এ বিভাগে ২০ জন জিপিএ–৫ অর্জন করেছে।


🗣️ অধ্যক্ষের মন্তব্য ও উৎসর্গ

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন,

“নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই আমরা এ ধারাবাহিক সাফল্য বজায় রাখতে পেরেছি।”

তিনি আরও জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার সাফল্য গত ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি উৎসর্গ করা হয়েছে


📍 সংক্ষিপ্ত তথ্য এক নজরে

বিভাগপরীক্ষার্থীপাসের হার (%)জিপিএ–৫
বিজ্ঞান২,৩৭৩৯৯.৮৭৭৪৮
ব্যবসায় শিক্ষা৩০৫১০০২৩
মানবিক৩০৩৯৯.৩৪২০
মোট২,৯৮১৯৯.৮৩৭৯১

কোন মন্তব্য নেই