সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে, চলছে চিকিৎসা
সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ জন ঢামেকে, চলছে চিকিৎসা
ঢামেক প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
📍ঢাকা | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৫১
জাতীয় সংসদ ভবন এলাকায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন ‘জুলাই যোদ্ধা’। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
🧑⚕️ আহতদের পরিচয় ও অভিযোগ
আহতদের মধ্যে রয়েছেন—সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব ও লাইলি প্রমুখ।
আহত আতিকুল গাজী বলেন,
“আমার বাসা উত্তরায়। আজ জুলাই সনদের প্রতিবাদ জানাতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলাম। পুলিশ আমাদের সরিয়ে দিতে লাঠিপেটা করে। এতে আমরা অনেকে আহত হই।”
তিনি আরও যোগ করেন,
“যেই জুলাই আমাদের মাধ্যমে এসেছে, সেই জুলাই সনদে যদি আমরাই না থাকি, তাহলে সেই সনদ আমরা মানি না। আমি মনে করি, সরকার ব্যর্থ, জুলাই সনদটাও ব্যর্থ।”
🏥 হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন,
“আহতদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও অবস্থা গুরুতর নয়।”
এর আগে, সংসদ ভবন এলাকায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বহুজন আহত হন।

কোন মন্তব্য নেই