অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অঙ্গীকারনামায় সংশোধনীর পরও বিক্ষোভ, মানিক মিয়া অ্যাভিনিউ রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
📍ঢাকা | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৪:১২

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে রোড ব্লকারে আগুন ধরিয়ে দেন, ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনের সামনে তৈরি করা একটি অস্থায়ী তাঁবুতেও আগুন দেওয়া হয়, এবং আশপাশের আসবাব ও সিরামিকসের সামগ্রী ভাঙচুর করা হয়।


🚨 পুলিশের নিয়ন্ত্রণে এল মানিক মিয়া অ্যাভিনিউ

বেলা ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের এলাকা থেকে সরিয়ে দেন। বর্তমানে পুলিশ আসাদ গেটে, আর বিক্ষোভকারীরা আসাদ গেটের উল্টো দিকে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষের মুখোমুখি অবস্থানে পুরো এলাকা থমথমে পরিস্থিতিতে রয়েছে।

পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। সংঘর্ষের কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচল বন্ধ রয়েছে।


🪧 ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে তীব্র উত্তেজনা

আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেন।

তাঁদের দাবি—
১️⃣ জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র–জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান,
২️⃣ তাঁদের ‘জুলাই আহত বীর’ হিসেবে সম্মাননা,
৩️⃣ এবং সংশ্লিষ্টদের অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা


🗣️ সংঘর্ষের সূত্রপাত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করে তাঁদের সরে যেতে অনুরোধ করেন। তবে আন্দোলনকারীরা অঙ্গীকারনামার সংশোধনীর পরও আন্দোলন চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের সংসদ ভবনের সামনে থেকে সরিয়ে দিলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সূচনা হয়।

বর্তমানে মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর সড়কজুড়ে যান চলাচল বন্ধ, পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে

কোন মন্তব্য নেই