দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৮০৩ জন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৮০৩ জন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ৮০৩ জন


দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

  • ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৫ জন,

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন,

  • ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৭ জন,

  • চট্টগ্রাম বিভাগে ৯৭ জন,

  • বরিশাল বিভাগে ১১২ জন,

  • খুলনায় ৪৯ জন,

  • ময়মনসিংহে ৪৯ জন,

  • রাজশাহীতে ৩৭ জন,

  • রংপুরে ১৭ জন এবং

  • সিলেটে ১০ জন নতুন করে ভর্তি হয়েছেন।

গত এক দিনে ৭৭১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৬০ হাজার ২৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর সারাদেশে মোট ৬৩ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোন মন্তব্য নেই