রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ ও নিখোঁজ ১২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ ও নিখোঁজ ১২

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ ও নিখোঁজ ১২


রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরে এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন, আর কমপক্ষে ১২ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে বলে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিশ্চিত করেছেন চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সেই টেক্সলার

তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেন, “কারখানায় বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে এবং নিখোঁজ ১২ জনের সন্ধান অব্যাহত আছে।”

গভর্নর জানান, এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে বার্ন সেন্টারে, আরও দুজনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে এবং অপর একজনকে কোপেইস্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, কারখানার অভ্যন্তরে সংরক্ষিত রাসায়নিক পদার্থ থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি জরুরি সেবা ও দমকল বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই