আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংস সংঘর্ষ, গ্রেপ্তার ২৯ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংস সংঘর্ষ, গ্রেপ্তার ২৯

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে সহিংস সংঘর্ষ, গ্রেপ্তার ২৯



আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ড। রাজধানী ডাবলিনের স্যাগার্ট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। গত দুই দিনে অন্তত ২৯ জনকে গ্রেপ্তার করেছে আইরিশ পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ড সরকার। আটককৃতদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে। এই পরিস্থিতিতে গত সোমবার (২০ অক্টোবর) বিক্ষোভ শুরু হয় ডাবলিনে। ওই দিনই স্যাগার্টের সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক অভিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সিটিওয়েস্ট হোটেল ও আশপাশের এলাকায় অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল, আতশবাজি ও হাতবোমা নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ছয়জন এবং বুধবার আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভের কারণে স্যাগার্ট এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই