মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা: এপ্রিল পর্যন্ত দেশে ফেরার সুযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা: এপ্রিল পর্যন্ত দেশে ফেরার সুযোগ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা: এপ্রিল পর্যন্ত দেশে ফেরার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:১১

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য জরুরি বার্তা দিয়েছে দেশটির সরকার। অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার জন্য চালু থাকা বিশেষ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।

তবে এ সময়ও ইমিগ্রেশন পুলিশের ধরপাকড় অভিযান বন্ধ নেই বলে জানা গেছে। ফলে সুযোগ থাকা সত্ত্বেও যারা বৈধতার বাইরে অবস্থান করছেন, তাদের এখনই উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে।


 ফেরার প্রক্রিয়া ও শর্তাবলি

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নির্দেশনা অনুযায়ী, যারা দেশে ফিরতে চান, তাদের অবশ্যই —

  • বৈধ পাসপোর্ট বা দূতাবাস থেকে ইস্যুকৃত ভ্রমণ নথি (Travel Document) সঙ্গে রাখতে হবে।

  • ফেরার আবেদন করার পর ১৪ দিনের মধ্যে ফ্লাইট টিকিট সংগ্রহ করতে হবে।

  • জরিমানা কেবল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা Touch ‘n Go ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করলে জনপ্রতি ৫০০ রিঙ্গিত জরিমানা, আর কাজের পারমিটের শর্ত ভঙ্গ করলে জনপ্রতি ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে।


 সময় শেষের পর কঠোর ব্যবস্থা

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশে না ফিরলে শুরু হবে কঠোর অভিযান
তখন ধরা পড়লে জেল, উচ্চ জরিমানা ও বহিষ্কারাদেশের মুখে পড়তে হবে।

বর্তমানে কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে স্বেচ্ছা প্রত্যাবাসনের আবেদন করতে প্রবাসীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা বলেছেন,

“এ সুযোগটাই হতে পারে দেশে ফেরার শেষ সুযোগ। যারা এখনো অবৈধভাবে অবস্থান করছেন, তারা যেন দ্রুত বৈধ কাগজপত্র নিয়ে আবেদন করেন।”


 মূল তথ্য সংক্ষেপে:

  • কর্মসূচির মেয়াদ: ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত

  • জরিমানা: ৫০০ রিঙ্গিত (অবৈধ অবস্থান), ৩০০ রিঙ্গিত (পারমিট ভঙ্গ)

  • আবেদন পদ্ধতি: ইমিগ্রেশন অফিসে সরাসরি

  • অর্থ পরিশোধ: শুধুমাত্র কার্ড বা ই-ওয়ালেটের মাধ্যমে

কোন মন্তব্য নেই