৩৬ বছর পর ইতিহাস: প্রথমবার ব্রাজিলকে হারাল জাপান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
৩৬ বছর পর ইতিহাস: প্রথমবার ব্রাজিলকে হারাল জাপান

ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৩৪ | আপডেট: ৬:৪৫
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোমাঞ্চকর এক জয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখল জাপান। ৩৬ বছর পর প্রথমবারের মতো তারা হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাপানের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরে যায় ব্রাজিল।
ম্যাচের সংক্ষিপ্ত চিত্র
এশিয়া সফরে দারুণ ফর্মে ছিল ব্রাজিল। সফরের প্রথম ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছিল। সেই আত্মবিশ্বাস নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা।
প্রথমার্ধে ব্রাজিল দ্রুত দুই গোল করে এগিয়ে যায়, মনে হচ্ছিল সহজ জয় অপেক্ষা করছে। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ঘুরে দাঁড়ায় সামুরাই ব্লুরা।
দ্বিতীয়ার্ধে পরপর তিন গোল করে ৩–২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জাপান।
পরিসংখ্যানের ইতিহাস
১৯৮৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জাপান।
এর মধ্যে ব্রাজিল জিতেছিল ১১টি ম্যাচে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছিল।
২০২৫ সালের অক্টোবরের এই জয় জাপানের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত, কারণ এটি তাদের প্রথম জয় ব্রাজিলের বিপক্ষে।
জাপানের ফুটবলে নতুন দিগন্ত
এই জয়ে জাপান শুধু ব্রাজিলকে হারায়নি, বরং এশীয় ফুটবলের শক্তি হিসেবেও নিজেদের নতুন করে প্রমাণ করেছে।
বিশ্লেষকদের মতে, জাপানের এই সাফল্য তাদের ক্রমবর্ধমান ফুটবল কাঠামো ও তরুণ প্রজন্মের মানোন্নয়নের প্রতিফলন।
কোন মন্তব্য নেই