রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় জকসু নীতিমালা, শিগগিরই নির্বাচন প্রক্রিয়া শুরু
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় জকসু নীতিমালা, শিগগিরই নির্বাচন প্রক্রিয়া শুরু
জবি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা সংশোধনের কাজ শেষ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নীতিমালার চূড়ান্ত অনুমোদন মিলেছে। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা— তারপরই এটি আইন আকারে প্রকাশ পাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
অধ্যাপক বিলাল হোসাইনের বক্তব্য
তিনি বলেন,
“জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, সেগুলো সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। আর কোনো প্রক্রিয়া বাকি নেই।”
তিনি আরও জানান,
“এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন সম্পন্ন হয়ে আসতে কতটা সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী— নির্ধারিত সময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে জকসু নির্বাচন রোডম্যাপ প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, আইন পাসের পর আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। ১১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকের আহ্বান জানানো হয়।
দীর্ঘদিনের দাবি শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন।
নীতিমালা চূড়ান্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এখন নতুন আশার সঞ্চার হয়েছে।
কোন মন্তব্য নেই