টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে

ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৫:৫০ | আপডেট: ৫:৫২
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি কেবল সম্মান রক্ষার লড়াই। এই ম্যাচে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এনেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
🔁 বাংলাদেশের একাদশে চার পরিবর্তন
নতুন করে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা চারজন।
অন্যদিকে আফগানিস্তান দলেও এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন ইকরাম আলিখিল ও বিলাল সামি।
🗣️ টসের পর যা বললেন দুই অধিনায়ক
হাশমতউল্লাহ শাহিদি বলেন,
“আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আগের ম্যাচের মতো এই পিচও ধীরগতির হবে, স্পিনাররা বাড়তি টার্ন পাবে বলে আশা করছি। তাই বড় সংগ্রহ গড়ে সেটি রক্ষা করাই লক্ষ্য।”
তিনি আরও বলেন, সামনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে তরুণ পেসারদের গড়ে তোলাই এখন দলের অন্যতম লক্ষ্য।
অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন,
“আগের ম্যাচে আমরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলাম। আজ সবাই দৃঢ়প্রতিজ্ঞ ঘুরে দাঁড়াতে। উইকেট ব্যাটিং সহায়ক, ২০০ রানের লক্ষ্যও তাড়া করা সম্ভব।”
🏏 দুই দলের একাদশ
বাংলাদেশ:
সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আফগানিস্তান:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, এ. এম. গজনফার, বিলাল সামি।
কোন মন্তব্য নেই