নোয়াখালী বিভাগ দাবিতে খামারবাড়িতে বিক্ষোভ, কঠোর নিরাপত্তায় থমথমে পরিস্থিতি
নোয়াখালী বিভাগ দাবিতে খামারবাড়িতে বিক্ষোভ, কঠোর নিরাপত্তায় থমথমে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ৯:০০ টা
রাজধানীর খামারবাড়ি মোড়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশমুখে ‘আমরা নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
সেনা মোতায়েন ও পুলিশের সতর্ক অবস্থান
এ সময় এলাকায় সেনা সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। তারা বিক্ষোভকারীদের এভিনিউ এলাকায় প্রবেশে বাধা দেন।
বিক্ষোভকারীদের লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করতে শোনা যায়—
“নোয়াখালী বিভাগের দাবি পূরণ করতে হবে।”
প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীদের স্লোগান
নীল টি-শার্ট পরা শতাধিক বিক্ষোভকারী ‘নোয়াখালী বিভাগ চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।
তাদের সঙ্গে নোয়াখালী ও পার্শ্ববর্তী জেলার মানুষও যোগ দেন।
কঠোর নিরাপত্তায় খামারবাড়ি এলাকা
বিক্ষোভ চলাকালে খামারবাড়ি ও মানিক মিয়া এভিনিউ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
পটভূমি
বিগত কয়েক বছর ধরেই নোয়াখালী বিভাগ গঠনের দাবি উঠছে স্থানীয়দের পক্ষ থেকে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে আলাদা বিভাগ গঠনের প্রস্তাব আলোচনায় আছে দীর্ঘদিন ধরে।

কোন মন্তব্য নেই