গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক যান শনাক্তে তদন্ত চলছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক যান শনাক্তে তদন্ত চলছে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘাতক যান শনাক্তে তদন্ত চলছে

গাইবান্ধা প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ৮:৩০ টা

গাইবান্ধায় বাসের ধাক্কায় রাকিব (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।


 প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দুর্ঘটনার দৃশ্য

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে জোরালো ধাক্কা দেয়।
ধাক্কায় রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।


 পুলিশের উদ্ধারে মরদেহ থানায়, তদন্ত অব্যাহত

ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন—

“ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ থানায় আনা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”


 স্থানীয়দের ক্ষোভ ও নিরাপত্তা দাবি

দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, এই এলাকায় গতিসীমা লঙ্ঘন ও বেপরোয়া বাস চালনা নিয়মিত ঘটছে।
তারা সড়কে স্পিড ব্রেকার ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই