বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: গ্রেপ্তার ৪, লুটের টাকা ও মোবাইল উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: গ্রেপ্তার ৪, লুটের টাকা ও মোবাইল উদ্ধার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: গ্রেপ্তার ৪, লুটের টাকা ও মোবাইল উদ্ধার

বগুড়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ৮:০০ টা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃদ্ধা বিমলা পোদ্দারকে (৬৫) খুন করে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


 ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালোড়া এলাকায় বিমলা পোদ্দারের বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ টাকা ও মালামাল লুট করে।
বাড়ির মালিকের ভাই হেমচাঁদ পোদ্দার হিমু জানান—

“রাত আড়াইটার দিকে মুখোশ পরা ৫–৭ জনের একটি দল বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে দরজায় ধাক্কা দেয়। দরজা খোলার পর তারা আমাদের মারধর করে। বোন বিমলা চিৎকার করলে তাকে খুন করে সিন্দুক ভেঙে ৩ থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।”


 ডিবির অভিযান ও গ্রেপ্তার

ঘটনার পরপরই বগুড়া ডিবি পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—

  • জুয়েল (২৬), দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে

  • বাহালুল প্রামাণিক রাজু (২৯), শিবগঞ্জের খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামাণিকের ছেলে

  • ইমরান (৩১), কাহালুর পোগইল গ্রামের নাছির উদ্দীনের ছেলে

  • আসলাম (২৫), দুপচাঁচিয়ার শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান—

“গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং নিহত বিমলার মোবাইলসহ দুটি ফোন উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”


 আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা

পুলিশ জানায়,

  • রাজুর বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ ৪টি মামলা,

  • ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা,

  • আসলামের বিরুদ্ধে চুরির মামলা,

  • জুয়েলের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।


পরিবারের আহাজারি ও নিরাপত্তা দাবি

বিমলা পোদ্দারের পরিবার জানিয়েছে, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এলাকায় আতঙ্ক তৈরি করেছে।
তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই