সংসদ ভবনে সংঘর্ষ: রাষ্ট্রীয় স্বীকৃতি নয়, লাঠিপেটা পেলেন জুলাই যোদ্ধারা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সংসদ ভবনে সংঘর্ষ: রাষ্ট্রীয় স্বীকৃতি নয়, লাঠিপেটা পেলেন জুলাই যোদ্ধারা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সংসদ ভবনে সংঘর্ষ: রাষ্ট্রীয় স্বীকৃতি নয়, লাঠিপেটা পেলেন জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

রাজধানীর সংসদ ভবন এলাকায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই সনদ স্বাক্ষর’ অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আসা শতাধিক ব্যক্তি সংসদ ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আন্দোলনকারী রুবেল বলেন,

“আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে আন্দোলন করছি না, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতেই এসেছি। অথচ আমাদের ওপরই লাঠি উঠল, গ্রেনেড ফাটল। এটা কি আমাদের অপরাধ?”

আরেক আহত অংশগ্রহণকারী কামরুল হাসান (২৯) বলেন,

“আমরা শান্তিপূর্ণভাবে বসে ছিলাম। হঠাৎ করেই পুলিশ লাঠিপেটা শুরু করে। আমি দৌড়াতে গিয়ে পড়ে যাই, পিঠে লাঠি লাগে।”

নারী যোদ্ধা প্রতিনিধি সিনথিয়া (২১) জানান,

“আমরা নারী হয়েও সাহস করে মাঠে নেমেছি। কিন্তু আজ পুলিশের লাঠিতে মাথায় আঘাত পেয়েছি। আমাদের সম্মান কোথায়?”

আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারী মাজহারুল ইসলাম বলেন,

“দুপুরে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছিল। আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যায়।”

ঘটনার পর থেকে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোন মন্তব্য নেই