সকাল শুরু হোক নিরাপদে—তবেই পূর্ণ হবে জীবনের নিয়ামত
সকাল শুরু হোক নিরাপদে—তবেই পূর্ণ হবে জীবনের নিয়ামতধর্ম ও জীবন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪
আপনি কি জানেন, প্রতিদিন সকালে নিরাপদে ঘুম থেকে ওঠা—এটাই বিশ্বের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি? ইসলাম শেখায়, যে ব্যক্তি নিরাপদে আছে, সুস্থ দেহে আছে, আর একদিনের খাবার মজুত আছে—সে আসলে দুনিয়ার সব সম্পদের মালিক।
হযরত মুহাম্মদ (সা.) এক হাদিসে বলেছেন—
“যে ব্যক্তি নিরাপদে সকালে জেগেছে, সুস্থ দেহে আছে, এবং তার কাছে একদিনের খাবার রয়েছে—সে যেন দুনিয়ার সমস্ত সম্পদের অধিকারী।”
(তিরমিজি: ২৩৪৬, ইবনু মাজাহ: ৪১৪১)
অন্য এক হাদিসে (বুখারি: ৬৪৯০) রাসুল (সা.) বলেছেন—
“যখন তোমরা এমন কাউকে দেখো, যার অর্থ-বিত্ত বেশি, তখন তার চেয়ে কম ভাগ্যবানদের দিকে তাকাও।”
🌙 শিক্ষা কী?
ইসলাম মানুষকে শেখায় কৃতজ্ঞ থাকতে, নিজের প্রাপ্ত নিয়ামতের কদর করতে এবং তুলনা নয়, বরং সন্তুষ্টির মাধ্যমে শান্তি খুঁজে নিতে।
✅ প্রতিদিন সকালে নিজের নিয়ামতগুলো মনে রাখুন:
-
নিরাপদ ঘুম থেকে জেগে ওঠা,
-
সুস্থ শরীর,
-
একদিনের খাবারের নিশ্চয়তা —
এই তিনটিই আল্লাহর অপার দয়া।
আজকের অস্থির পৃথিবীতে, যেখানে অনেকেই ঘর, প্রিয়জন বা স্বস্তি হারিয়েছেন—সেখানেও কৃতজ্ঞ হৃদয়ই শান্তি খুঁজে পায়।
কোন মন্তব্য নেই