রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


টাইমস এক্সপ্রেস ২৪ | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে চলন্ত ট্রেনের নিচে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ইউনুস (২৪)। তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ফয়েজ আহমদের বড় ছেলে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ইউনুসের মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অসাবধানতা বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর বলেন, “দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিয়মিত ওই রাস্তায় যাতায়াত করতেন।”

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বলেন, “ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”

কোন মন্তব্য নেই