লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচনে মিরাজ-হোপ, শুরু হচ্ছে বাংলাদেশ–উইন্ডিজ সিরিজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচনে মিরাজ-হোপ, শুরু হচ্ছে বাংলাদেশ–উইন্ডিজ সিরিজ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লালবাগ কেল্লায় ট্রফি উন্মোচনে মিরাজ-হোপ, শুরু হচ্ছে বাংলাদেশ–উইন্ডিজ সিরিজ


টাইমস এক্সপ্রেস ২৪ | ক্রীড়া প্রতিবেদক

রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পরী বিবির মাজারের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজশাই হোপ

সকালে অনুশীলনের ব্যস্ততা থাকা সত্ত্বেও মিরাজ সময়মতো উপস্থিত হন। পরে ক্যালিবিয়ান অধিনায়ক হোপ পৌঁছালে দুজন একসঙ্গে সোনালি ট্রফি উন্মোচন করেন। সূর্যের আলোয় ঝলমলে ট্রফি ঘিরে দুই অধিনায়কের মুখে ফুটে ওঠে হাসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এর লক্ষ্য—বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা।

মিরাজ জানান, এটি তার প্রথম লালবাগ কেল্লা দর্শন, এবং ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্যে তিনি মুগ্ধ।

ট্রফি উন্মোচনের পর মিরাজ অনুশীলনে যোগ দেন, আর ক্যারিবিয়ান অধিনায়ক হোপ ফিরে যান হোটেলে।

আগামী শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়

কোন মন্তব্য নেই