রাঙ্গাবালীতে ১৪ একর খাস জমি উদ্ধার, দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাঙ্গাবালীতে ১৪ একর খাস জমি উদ্ধার, দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাঙ্গাবালীতে ১৪ একর খাস জমি উদ্ধার, দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাইমস এক্সপ্রেস ২৪ | রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ২০:২৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের জাহাজমারা সৈকত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে দখল থাকা সরকারি ১৪ একর খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। এ সময় এক দখলদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জলমহালে অবৈধ ঘের উচ্ছেদ

প্রশাসন জানায়, উদ্ধার করা জমির মধ্যে প্রায় ১০ একর জলমহালভুক্ত এলাকায় স্থানীয় জাকির ভূইয়া অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছিলেন। পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার ঘেরের বাঁধ কেটে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা হয়।

এ ছাড়া ইব্রাহীম মাহমুদ লিকন নামে আরেক ব্যক্তির দখলে থাকা ৪ একর সরকারি জমিও উচ্ছেদ করা হয়। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও একটি উল্কা ও দুই সেট মাছ ধরার জাল জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

নিয়মিত অভিযানের ঘোষণা

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন,

“সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং জলমহালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে এলাকায় প্রশংসা ছড়িয়েছে। স্থানীয়রা জানান, এর মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ হওয়ায় জলাশয়ের পানি প্রবাহ স্বাভাবিক হচ্ছে এবং স্থানীয় মৎস্যচাষেও ইতিবাচক প্রভাব পড়বে।

কোন মন্তব্য নেই