রামগঞ্জে আলোচনায় মাহফুজ আলম: লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রামগঞ্জে আলোচনায় মাহফুজ আলম: লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রামগঞ্জে আলোচনায় মাহফুজ আলম: লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

টাইমস এক্সপ্রেস ২৪ | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম

উঠান বৈঠকে সম্ভাবনার কথা

শুক্রবার বিকেলে রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এনসিপি আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় এ তথ্য জানান মাহবুব আলম।
তিনি বলেন,

“গত ১৭ বছরে রামগঞ্জে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অবকাঠামো ভেঙে পড়েছে, মানুষের বাকস্বাধীনতা ছিল না। ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ আবার সাহস পাচ্ছে কথা বলার।”

উন্নয়নে ভূমিকা রাখছেন মাহফুজ আলম

মাহবুব আলম আরও বলেন,

“ইছাপুর ইউনিয়নের মানুষের জন্য গর্বের বিষয়, এখানকার মাটি থেকে একজন উপদেষ্টা পেয়েছি আমরা। মাহফুজ আলমের মাধ্যমে ইতিমধ্যে রামগঞ্জের উন্নয়নের উদ্যোগ শুরু হয়েছে। যদি তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, তাহলে রামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হবেন।”

রাজনৈতিক পরিবর্তন ও নতুন দিকনির্দেশনা

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন,

“এই দিনে দেশে রাজনৈতিক বন্দোবস্তের আমূল পরিবর্তন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি নয়—এখন সময় জনগণের কথা শোনার এবং কাজ করার।”

সভায় উপস্থিত ছিলেন

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফিনাইম সালেহীন
সভাপতিত্ব করেন এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু

রামগঞ্জের স্থানীয় রাজনৈতিক মহলে এখন আলোচনার বিষয় — মাহফুজ আলম সত্যিই কি আগামী নির্বাচনে মাঠে নামবেন?

কোন মন্তব্য নেই