শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন: ৩৫ জন আহত, আনসারদের বীরত্বে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন: ৩৫ জন আহত, আনসারদের বীরত্বে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি
টাইমস এক্সপ্রেস ২৪ | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৮
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন আনসার সদস্য ও ১০ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগুন লাগার সময় ও স্থান
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের সামনে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান শুরু করেন।
আহতদের অবস্থা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান,
“ঘটনায় অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,
“ঘটনাস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় ২৫ জন আনসার সদস্য আহত হন। তাদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের ভূমিকা
ঘটনার প্রথম মুহূর্তেই দায়িত্বরত আনসার সদস্যরা আগুন দেখতে পান এবং সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিয়েই প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তারা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে খবর দেন এবং উদ্ধার তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নেন।
উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন,
“আমাদের আনসার সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ নেন। আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে।”
উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা
ঘটনাস্থলে বর্তমানে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ১ হাজারেরও বেশি আনসার সদস্য উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আহতদের পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই