ভারতের ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশির লাশ দেশে ফেরত, বাল্লা সীমান্তে পতাকা বৈঠকে হস্তান্তর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভারতের ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশির লাশ দেশে ফেরত, বাল্লা সীমান্তে পতাকা বৈঠকে হস্তান্তর
সংবাদ:
ভারতের ত্রিপুরায় হত্যার শিকার তিন বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশগুলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন—
-
আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২),
-
বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫),
-
কবিলাশপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।
গত বুধবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় স্থানীয় আদিবাসীরা তাদের ওপর কুপিয়ে ও তীর মেরে নৃশংসভাবে হত্যা করেন। পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে সাম্পাহারা থানায় নিয়ে যায়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত তিন বাংলাদেশি সম্ভবত গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। রাতের অন্ধকারে স্থানীয়রা সংঘবদ্ধভাবে হামলা চালালে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার আবুল খায়েরের নেতৃত্বে পতাকা বৈঠক শেষে বিএসএফের কাছ থেকে লাশগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।
এ সময় চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি জাহিদুল ইসলাম বলেন,
“ভারতে ময়নাতদন্ত শেষে লাশ তিনটি হস্তান্তর করেছে বিএসএফ। দেশে এনে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই