ইয়েমেনে হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আল-ঘামারি নিহত, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইয়েমেনে হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আল-ঘামারি নিহত, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি
সংবাদ:
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হুতিদের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান-সমর্থিত হুতিদের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন আল-ঘামারি। তিনি ‘কর্তব্য পালনের সময়’ নিহত হয়েছেন বলে সংগঠনটির বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা সরাসরি ইসরায়েলকে দায় না দিলেও জানিয়েছে,
“ইসরায়েলের সঙ্গে আমাদের সংঘাত শেষ হয়নি। তাদের অপরাধের জন্য প্রতিশোধমূলক শাস্তি পেতে হবে।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অধিকাংশ হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত হলেও উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রতিশোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে। এর আগে গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছিলেন।
আল-ঘামারির মৃত্যুর পর হুতিদের শীর্ষ পর্যায়ে নতুন করে নেতৃত্ব সংকট দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
কোন মন্তব্য নেই