চট্টগ্রাম ইপিজেডে হাসপাতাল সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রাম ইপিজেডে হাসপাতাল সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী
সংবাদ:
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় হাসপাতালের সরঞ্জাম তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ‘অ্যাডামস ক্যাপ’ নামে নয়তলা বিশিষ্ট কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ইপিজেড, আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে নৌবাহিনীর সদস্যরাও সহায়তা দিচ্ছেন।
কারখানার ষষ্ঠ ও সপ্তম তলা ছিল স্টোর রুম, যেখানে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম মজুত ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও, তদন্ত শেষে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, যদিও হুড়োহুড়ি করে নামার সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন বলেন,
“দুপুর আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে আগুন লাগে। ঘটনাস্থলে ১৫টিরও বেশি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তে জানা যাবে।”
এদিকে ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে।
কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই