শনিবার ব্যাংক খোলা থাকবে: হজ নিবন্ধনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা
শনিবার ব্যাংক খোলা থাকবে: হজ নিবন্ধনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৪৬
পবিত্র হজ ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম নির্বিঘ্ন করতে আসন্ন শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো শনিবারও খোলা থাকবে। হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি উপস্থিত থাকা পর্যন্ত ব্যাংকগুলো খোলা রাখতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্ত জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় নেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই এবং নির্ধারিত সময় ১২ অক্টোবর পর্যন্ত থাকলেও পরবর্তীতে তা ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।
আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে। হজে অংশ নিতে পারবেন ১২ বছর বা তার বেশি বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসল্লিরা।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এটি আগের বছরের তুলনায় কিছুটা কম। বিমান ভাড়া হ্রাস পাওয়ায় এ বছর ব্যয় কমেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
২০২৫ সালে সরকারি হজ প্যাকেজ ছিল দুটি—
-
প্যাকেজ-১: ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা
-
প্যাকেজ-২: ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যার ওপর ভিত্তি করে এজেন্সিগুলো নিজেদের প্যাকেজ তৈরি করেছিল।
গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন ২০২৬ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন।
বাংলাদেশ ব্যাংক ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে এবারও হজ নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই