শেয়ারবাজারে পোশাক খাতের কোম্পানি আনতে বিজিএমইএর উদ্যোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেয়ারবাজারে পোশাক খাতের কোম্পানি আনতে বিজিএমইএর উদ্যোগ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেয়ারবাজারে পোশাক খাতের কোম্পানি আনতে বিজিএমইএর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, রাত ৮:৫৭

দেশের অন্যতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে বড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)
এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সঙ্গে যৌথভাবে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজনের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান-এর সঙ্গে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে শেয়ারবাজারে সম্ভাব্য পোশাক কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করা, কর্পোরেট গভর্নেন্স জোরদার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন,

“আমরা চাই শেয়ারবাজারের ক্ষেত্রটি আরও বিস্তৃত হোক। আগ্রহী কোম্পানিগুলোর জন্য সেমিনার আয়োজন করা হবে, যাতে তারা মূলধন বাজার সম্পর্কে সচেতন হয় এবং টেকসই বিনিয়োগের পথ খুঁজে পায়।”

তিনি আরও জানান, তালিকাভুক্তির আগে বিজিএমইএ সদস্য কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা যাচাইয়ে সহায়ক হিসেবে অনাপত্তি সনদ (NOC) প্রদান করতে পারে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন,

“আমরা চাই, যেসব প্রতিষ্ঠান সম্পূর্ণ ভার্টিকাল ইন্টিগ্রেটেড প্রক্রিয়ায় কাজ করে, তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবসার উদাহরণ তৈরি করুক।”

অন্যদিকে, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন,

“দেশের শেয়ারবাজারকে শক্তিশালী করে দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হিসেবে গড়ে তুলতে কর্পোরেট গভর্নেন্স উন্নয়ন এবং এসোসিয়েশনগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। বিজিএমইএ আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী।”

তিনি আরও জানান, ডিএসই এখন গ্রাহককেন্দ্রিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, শুধুমাত্র নিয়ন্ত্রক নয়।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন,

“বিজিএমইএ ও ডিএসই যৌথভাবে এমন একটি সেমিনার আয়োজন করতে পারে, যেখানে মূল বাজার, এসএমই বোর্ড এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির সুবিধা তুলে ধরা হবে। এতে পোশাক উদ্যোক্তারা বাজারে আসতে উৎসাহিত হবেন।”

এই বৈঠকে ডিএসই পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই