দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড, স্ত্রীর হাত ধরে জেলে গেলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড, স্ত্রীর হাত ধরে জেলে গেলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড, স্ত্রীর হাত ধরে জেলে গেলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি


| টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০০:১৪

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মঙ্গলবার (২১ অক্টোবর) প্যারিসের লা সান্তে কারাগারে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ শুরু করেছেন। প্রেসিডেন্ট থাকাকালে লিবিয়া থেকে অবৈধ নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

রয়টার্স জানায়, ৭০ বছর বয়সী সারকোজি স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বাড়ি থেকে বের হন কারাগারের উদ্দেশ্যে। পথে সমর্থকেরা জাতীয় সংগীত গেয়ে ও স্লোগান দিয়ে তাঁর পাশে থাকার বার্তা দেন। কারাগারের ফটকের সামনে পৌঁছানোর আগেই স্ত্রীর কাছ থেকে বিদায় নেন তিনি। চোখে জল চেপে রাখার চেষ্টা করছিলেন ব্রুনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর সারকোজিই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যাকে কারাগারে পাঠানো হলো।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সারকোজি সামাজিক মাধ্যম এক্স (X)–এ লেখেন, “আজ একজন সাবেক প্রেসিডেন্ট নয়, একজন নির্দোষ মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে।” তিনি দাবি করেন, এই সাজা রাজনৈতিক প্রতিশোধের ফল।

২০১১ সালের আরব বসন্তের সময় নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ২০০৭ সালের নির্বাচনে কোটি কোটি ইউরো তহবিল নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে সারকোজির বিরুদ্ধে ছিল। আদালত রায় দিয়েছে—তিনি ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, যদিও সরাসরি অর্থ গ্রহণের প্রমাণ মেলেনি।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল প্রক্রিয়া চলার সময় সারকোজিকে কারাগারের একটি আলাদা কক্ষে রাখা হবে। সেখানে টেলিভিশন ও ফোন ব্যবহারের সুযোগ থাকবে। তাঁর সঙ্গে থাকবে তিনটি বইয়ের একটি—আলেক্সান্দ্রে দ্যুমার বিখ্যাত উপন্যাস “দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো”, যেখানে এক নিরপরাধ মানুষের কারাবাস ও প্রতিশোধের কাহিনি রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এই রায় প্রমাণ করে—ফ্রান্স এখন আর অভিজাতদের অপরাধে নরম নয়; আইন সবার জন্য সমান।

কোন মন্তব্য নেই