ঢাকায় পৃথক স্থানে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকায় পৃথক স্থানে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ঢাকায় পৃথক স্থানে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

 টাইমস এক্সপ্রেস ২৪

রাজধানী ঢাকায় পৃথক স্থানে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শাহবাগ, হাইকোর্ট এলাকা ও লালবাগ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ, হাইকোর্টের সামনের রাস্তার পাশ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ এবং লালবাগ বেড়িবাঁধের পাশে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কে. এম. রেজাউল বলেন, “সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলস্টেশনের নিচ থেকে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে ছিলেন এবং সেখানেই থাকতেন।”

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে তথ্যপ্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে।

একইভাবে শাহবাগ থানার এসআই আব্দুল হামিদ জানান, হাইকোর্টের সামনে রাস্তার পাশে পড়ে থাকা এক নারীকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।

অপরদিকে লালবাগ থানার এসআই নওশাদ আলী বলেন, “লালবাগের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশ থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ ছিলেন এবং চলার পথে হঠাৎ মারা যান। স্থানীয়দের মতে, ওই ব্যক্তি ভবঘুরে ও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন।”

তিনজনের মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই