শরীয়তপুরে এনসিপি জেলা সমন্বয়কারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পদ্মাসেতু অবরোধের হুমকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শরীয়তপুরে এনসিপি জেলা সমন্বয়কারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পদ্মাসেতু অবরোধের হুমকি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 শরীয়তপুরে এনসিপি জেলা সমন্বয়কারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পদ্মাসেতু অবরোধের হুমকি

টাইমস এক্সপ্রেস ২৪

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রজনতা। তারা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি না মানলে পদ্মাসেতু অবরোধের হুমকি দিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে শহীদ মামুন স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “অ্যাডভোকেট রুহুল আমিন গত ২১ অক্টোবর এনসিপির এক সভায় আওয়ামী লীগকে ওয়েলকাম জানিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।”

তারা আরও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আমরা বাধ্য হয়ে পদ্মাসেতু অবরোধ করব।”

বিক্ষোভে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম শিমুল, প্রতিনিধি সাইফুল জামান খান, সদস্য কাজী তরুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়িয়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব কাউসার আহমেদ আদনানসহ আরও অনেকে।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভে বিভিন্ন সংগঠনের তরুণ ও ছাত্র প্রতিনিধিরাও অংশ নেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই