তিস্তা বাঁচাও মশাল মিছিলে গিয়ে আর ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিস্তা বাঁচাও মশাল মিছিলে গিয়ে আর ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তিস্তা বাঁচাও মশাল মিছিলে গিয়ে আর ফেরা হলো না কলেজ শিক্ষক সাবুর

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
📅 প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, সকাল ০৫:২০ | আপডেট: ০৯:৫৯

লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্জ্বালন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজ শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০)। নিহত সাবু লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ও জিয়া পরিষদের সদস্য ছিলেন।

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী প্রভাষক সামসুল ইসলাম, যিনি একই কলেজের শিক্ষক ও জিয়া পরিষদের পৌর শাখার সভাপতি।


🚨 দুর্ঘটনার বিস্তারিত

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাবু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত সামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম আতাহার সাদিক সোয়াদ বলেন,

“হাসপাতালে আনার আগেই শিক্ষক সাবুর মৃত্যু হয়।”

লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী জানান,

“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে যায়, সেটি শনাক্তের চেষ্টা চলছে।”


🕯️ তিস্তা আন্দোলনের কর্মসূচি শেষে মর্মান্তিক মৃত্যু

নিহত সাবু অংশ নিয়েছিলেন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে, যা অনুষ্ঠিত হয় একই দিন সন্ধ্যায় লালমনিরহাটসহ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একযোগে।

এই কর্মসূচিতে হাজারো মানুষ মশাল জ্বালিয়ে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান
আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উদ্বোধন করেন কর্মসূচির।


😢 শোকের ছায়ায় লালমনিরহাট

শিক্ষক সাবুর মৃত্যুর খবরে পুরো লালমনিরহাট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও তিস্তা রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন।


📌 সারকথা

তিস্তা রক্ষার আলো জ্বালাতে গিয়ে অন্ধকারে ঢেকে গেল এক জীবনের প্রদীপ।
শিক্ষক সাবু এখন আন্দোলনের এক অনন্ত প্রতীক— “তিস্তা বাঁচাও”র সেই আলোর যোদ্ধা।

কোন মন্তব্য নেই