আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় কারখানার প্রশাসনিক ভবনের সামনে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, গত ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় প্রতিদিন অন্তত সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। এর বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে দাবি করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের সুবিধা নিতে একটি কুচক্রি মহল ইচ্ছাকৃতভাবে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে দেশের একটি লাভজনক প্রতিষ্ঠান ধীরে ধীরে অলাভজনক অবস্থায় চলে যাচ্ছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে গ্যাস সরবরাহ চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—
উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান।
কোন মন্তব্য নেই