কলমাকান্দা সীমান্তে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কলমাকান্দা সীমান্তে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


 কলমাকান্দা সীমান্তে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, বিজিবির অভিযান


 টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গলাছড়া এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খারনৈ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৭/৫-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে গলাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে পড়ে থাকা ৩৯ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

তবে, অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধারকৃত মদ পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই