জীবন-মৃত্যুর সীমারেখায় নিরব নায়করা: ময়মনসিংহে বিশ্ব অ্যানাস্থেশিয়া দিবস উদযাপন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জীবন-মৃত্যুর সীমারেখায় নিরব নায়করা: ময়মনসিংহে বিশ্ব অ্যানাস্থেশিয়া দিবস উদযাপন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জীবন-মৃত্যুর সীমারেখায় নিরব নায়করা: ময়মনসিংহে বিশ্ব অ্যানাস্থেশিয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০০

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে ১৭৯তম বিশ্ব অ্যানাস্থেশিয়া দিবস। জীবন-মৃত্যুর সীমারেখায় কাজ করা অ্যানেস্থেসিওলজিস্টদের সম্মান জানাতে বুধবার (১৬ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কনফারেন্স রুমে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মো. নাজমুল আলম খান, প্রফেসর ডা. মাহফুজুর রহমান খান চৌধুরী, প্রফেসর ডা. এম. করিম খান, প্রফেসর ডা. মো. মতিউর রহমান, প্রফেসর ডা. মো. মোরশেদ আলম, ডিভিশনাল ডিরেক্টর (হেলথ) ডা. প্রদীপ কুমার সাহা, সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম খান, সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ খান ও ডা. হারুন-উর-রশিদ প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স (BSA-CCPP), ময়মনসিংহ শাখার কনভেনার ডা. মুহাম্মদ আলী সিদ্দিকী

সেমিনারে বক্তারা বলেন,

“অ্যানাস্থেশিয়া চিকিৎসাবিজ্ঞানের এক অনন্য আবিষ্কার, যা শল্যচিকিৎসাকে নিরাপদ ও আধুনিক রূপ দিয়েছে। চিকিৎসা ব্যবস্থার অগ্রযাত্রায় অ্যানাস্থেশিয়া নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ আলী সিদ্দিকী বলেন,

“অ্যানেস্থেসিওলজিস্টরা নীরবে জীবন ও মৃত্যুর সীমারেখায় কাজ করেন। কোভিড-১৯, ডেঙ্গু বা অন্য সংকটে তাঁদের ভূমিকা অমূল্য। তাঁরা হচ্ছেন হাসপাতালের ‘নিঃশব্দ নায়ক’।’’

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী ও টেকসই হবে।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিওলজিস্টস (BSA-CCPP), ময়মনসিংহ শাখা।
স্পন্সর পার্টনার ছিলেন Napa IV, এবং বৈজ্ঞানিক সহযোগিতায় ছিল Beacon PharmaceuticalsRadiant Pharmaceuticals

কোন মন্তব্য নেই