প্যারোলে মুক্তি পেলে আফগানিস্তান সমস্যা সমাধানের প্রস্তাব ইমরান খানের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্যারোলে মুক্তি পেলে আফগানিস্তান সমস্যা সমাধানের প্রস্তাব ইমরান খানের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্যারোলে মুক্তি পেলে আফগানিস্তান সমস্যা সমাধানের প্রস্তাব ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৪৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্যারোলে মুক্তি পেলে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা নিরসনে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন,

“আজ ইমরান খান আমাকে বলেছেন— আমি যদি প্যারোলে মুক্তি পাই, তাহলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শত্রুতা ও অস্থিতিশীলতা দূর করার উদ্যোগ নিতে চাই। আমি আফগানিস্তান সমস্যার সমাধান করে দিতে পারব।”

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বিচারাধীন অবস্থায় রয়েছেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সন্ত্রাসবাদ ও হামলা নিয়ে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। গত সপ্তাহান্তে দুই দেশের সীমান্তে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত ও আহত হন।

তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের প্রস্তাবটি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিতে পারে।

কোন মন্তব্য নেই