মিরপুর অগ্নিকাণ্ডে তদন্তে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের কমিটি গঠন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুর অগ্নিকাণ্ডে তদন্তে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের কমিটি গঠন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মিরপুর অগ্নিকাণ্ডে তদন্তে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৪৫

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম

তিনি বলেন,

“অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা এবং উদ্ধারকাজে কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না—সব কিছুই খতিয়ে দেখবে এই কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

🧾 তদন্ত কমিটির সদস্যরা

কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে
অন্য সদস্যরা হলেন —

  • বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াহিয়া আরাফাত খান

  • উপসহকারী পরিচালক অবিন চাকমা

  • পিএ কাম অ্যাডজুট্যান্ট মো. সাইদুল আলম চৌধুরী

  • ওয়্যারহাউস ইন্সপেক্টর সোহরাব হোসেন

  • সিনিয়র স্টেশন অফিসার মো. ফরিদ উদ্দিন

  • উপপরিচালক মো. খালেদ উদ্দিন (সদস্য–সচিব)

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি শুধু অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণই নয়, বরং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও নিরাপত্তা সুপারিশও দেবে।

কোন মন্তব্য নেই