উন্নয়ন কাজে অনিয়মের কোনো সুযোগ নেই: গফরগাঁও ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুন”
উন্নয়ন কাজে অনিয়মের কোনো সুযোগ নেই: গফরগাঁও ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুন”
সংবাদ:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেছেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হোসেন।
এছাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানগণ, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় রাস্তাঘাট সংস্কার, কৃষি উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি (বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা), ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনসহ নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
ইউএনও এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,
“সরকারের প্রতিটি প্রকল্প জনগণের কল্যাণে। তাই কোনো কাজ যেন অবহেলা বা অনিয়মে ব্যাহত না হয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই