চুয়াডাঙ্গায় দোকান থেকে ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চুয়াডাঙ্গায় দোকান থেকে ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 চুয়াডাঙ্গায় দোকান থেকে ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


সংবাদ:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় এক ইজিবাইক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার ওহাব আলীর ছেলে এবং স্থানীয়ভাবে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্কিট হাউস সংলগ্ন ছোট ভাইয়ের বাঁশ ও স্যানিটারি সামগ্রীর দোকানের ভেতর থেকে রফিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে রফিকুলের স্ত্রী পাখি স্বামীর খোঁজ নিতে দোকানে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্থানীয় এক কিশোরকে ভিতরে দেখতে পাঠালে সে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর স্থানীয়রা চিৎকার শুরু করলে লোকজন এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পুলিশে খবর দেয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন,

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয় বাসিন্দা শাহিন বলেন,

“রফিকুল প্রায় এক লাখ টাকার মতো ঋণগ্রস্ত ছিল। টাকার চাপ ও মাদকাসক্তির কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।”

তবে নিহতের ছেলে সাহেব দাবি করেন,

“আমাদের বাড়িতে বড় কোনো সমস্যা ছিল না। ছোটখাটো বিষয় হলেও বাবার আত্মহত্যার মতো কারণ ছিল না।”

ঘটনাটি তদন্ত করছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই