সুনামগঞ্জে জাদুকাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৫১ জনের নামে মামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুনামগঞ্জে জাদুকাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৫১ জনের নামে মামলা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




সুনামগঞ্জে জাদুকাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ৫১ জনের নামে মামলা


সংবাদ:

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নদীর ইজারাদার মো. নাসির মিয়া-এর পক্ষে মোশারফ হোসেন আরিফ তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী-১ ইজারাকৃত এলাকায় গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আসামিরা ব্লাকহেড, স্টিল ও বারকি নৌকার মাধ্যমে নদীর পাড় কেটে বালু উত্তোলন করেন। এতে নদীর তীর ভেঙে পরিবেশ, ভৌগোলিক কাঠামো ও জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

ইজারাদার পক্ষের দাবি, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের নাম-পরিচয় সংগ্রহ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—লাউড়েরগড়, ছড়ারপাড়, শাহিদাবাদ, শিমুলতলা, ঢালারপাড়, ঘাগটিয়া ও মিয়ারচর এলাকার ৫১ জন ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলহাজ মিয়া, শাহজাহান মিয়া, হেনাজ মিয়া, আলমগীর মিয়া, নোরাঙ্গীর আলম, শাহাদুল আলম, নারজুল হোসেন, পারভেজ, শাহিন মিয়া, সুর আলম, কবির মিয়া, নজির হোসেন, শফিকুল মিয়া, রুস্তম মিয়া, আব্দুল কাইয়ুম, হুমায়ুন মিয়া, খাজা মইনুদ্দিন, আব্দুর রহমান, মজিবুর, হৃদয় মিয়া, রফিকুল, আবু বকর, মোস্তফা আলী, আজগর আলী, বাচ্চু মিয়া, আক্কাস মিয়া, রহমত আলী, মোবারক হোসেন, সুমন মিয়া, জুয়েল মিয়া, মাসুদ রানা, বিল্লাল মিয়া, জাকির হোসেন ডালিম ও মনোয়ার হোসেন অলিম প্রমুখ।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,

“অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। অবৈধ বালু উত্তোলনে জড়িত কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই